জোকা-তারাতলা মেট্রো পুজোর মধ্যেই প্রসারিত হতে চলেছে মাঝেরহাট পর্যন্ত। এই মেট্রোর তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশের উড়াল পথের কাজ আগেই শেষ হয়ে গেছে। মাঝেরহাট স্টেশনের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। মাঝেরহাট রেলস্টেশনের মাধ্যমে শিয়ালদাহ এবং বজবজ শাখার রেল লাইনের সঙ্গে যুক্ত হবে এই মেট্রোর লাইন। ফলে যাত্রীরা মাঝেরহাট স্টেশন প্রয়োজন অনুযায়ী ট্রেন অথবা মেট্রো বদল করতে পারবেন।
চক্র রেল থেকে শুরু করে শিয়ালদা বজবজের লাইনের যাত্রীরা পর্যন্ত এই মেট্রো সুবিধা পাবেন। মাঝেরহাটে নেমে চলমান সিঁড়ি দিয়ে সোজা চলে যেতে পারবেন মেট্রো স্টেশনে। ফলে অটো অথবা বাস নির্ভরতা কমাবে এই মেট্রো। মাঝেরহাট মেট্রো তৈরি হচ্ছে শিয়ালদা বজবজ রেললাইনের সঙ্গে আড়াআড়ি ভাবে। মাঝেরহাট সেতুর সঙ্গে সমান্তরালে থাকবে এই মেট্রোর লাইন। এই স্টেশন তৈরি হচ্ছে রেললাইনের উপরে ইস্পাতের গার্ডার বসিয়ে। চালু রেল লাইনের উপর রেল স্টেশন প্রতীক্ষালয় লঞ্চ ইত্যাদি থাকলেও মেট্রো স্টেশন তৈরি হবার নজির সেই অর্থে বিরল বলেই জানাচ্ছে আধিকারিকেরা কিন্তু অন্যদিকে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এ বিষয়ে বলেন “দ্রুত মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালুর চেষ্টা চলছে, সম্ভবত পুজোর সময় তা জনগণের পরিবহনে যথেষ্ট সাহায্য করবে।”