সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ অবদান ফেলুদা, আর ফেলুদা মানেই বাঙালির আবেগ নস্টালজিয়া। তবে এই ফেলুদা শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নয়, সিনেমার পর্দায় সকল মানুষকে মুগ্ধও করেছে এর প্রমাণ যদিও আমরা আগেই পেয়েছি। ফেলুদার গোয়েন্দাগিরি সিজন ওয়ানের ‘দার্জিলিং জমজমাট’ এত সাফল্য পাওয়ার পরে এবার আসতে চলেছে ফেলুদার গোয়েন্দাগিরির টু সিজনের পোস্টার। এবারের গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর’।
এবারের ফেলুদার গল্পে শুটিং হবে শ্রীনগরসহ কাশ্মীরের বিভিন্ন এলাকায়। প্রতিবারের মতো ফেলুদার সঙ্গে থাকবে তার সঙ্গী তোপসে এবং জটায়ু। তাদের সাথেও জুড়ে থাকবে বেশ কয়েকটি চরিত্র। সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প ভূস্বর্গের ভয়ংকর পর্দায় তুলে ধরবেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়। ওটিটি প্লাটফর্মে হইচই তে দেখা যাবেই এই সিরিজ। যদিও কবে এই সিরিজটি আসবে এই নিয়ে কোন পরিষ্কার ভাবে কিছু বলেননি নির্মাতারা।
আগের সিজন ‘দার্জিলিং জমজমাট’ এর মতোই এই সিজনে ফেলুদার চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী । লালমোহন তথা জটায়ু হয়েছেন অনির্বাণ চক্রবর্তী। তোপসের চরিত্রে কল্পন মিত্র।