পুজোর পরেই ভাঙা শুরু হবে চিৎপুর-কাশিপুর রেল ওভারব্রিজ। আর এর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে প্রায় ৪০০ জন মানুষের। যা নিয়ে চিন্তায় পড়েছেন কেএমডিএ। যদিও এই পুনর্বাসন ব্যবস্থার পেছনে রাজ্যকেই অর্থ খরচ বহন করতে হবে এমনটাই জানা যাচ্ছে।
চিৎপুর লক গেট ব্রিজের পাশে কাশিপুর রোডের ওপর এই রেল ওভারব্রিজ। এই ওভারব্রিজের অবস্থা খুবই জরাজীর্ণ, ভেঙেছে সেতুর পাশের রেলিংও। টালা ব্রিজের মতোই এবার চিৎপুর-কাশীর রেল ওভারব্রিজ ভেঙে ফেলে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন।
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, টালা ব্রিজ চালু হয়ে গেলেই এই সেতুটিও ভেঙ্গে ফেলা হবে, তেমনই পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাশীপুর পুরনো রেল সেতুর নিচে কয়েকশো মানুষের বাস। যাদের মাথার ওপরের ছাদ বলতে এই সেতুটিই। তাই ব্রিজ ভাঙার সময়কালে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে এই বাসিন্দাদের।অর্থাৎ আগে বাসিন্দাদের সরাানো হবে তারপর ব্রিজ ভাঙার কার্যক্রিয়া আরম্ভ হবে।