ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ – অশান্তি চলছে, তারই মধ্যে শনিবার একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করলেন যাতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার না করে। এছাড়াও তিনি আরো জানান যদি রাশিয়া ইউক্রেনের উপর পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে তাহলে আমেরিকা এমন পদক্ষেপ নেবে যা সকলের ভাবনার বাইরে।
ইউক্রেনের উত্তর – পূর্ব সীমান্তে রাশিয়ার আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল ইউক্রেন। তবে ইউক্রেনের কিছু কিছু জায়গায় রাশিয়ার আক্রমণ ও সফল হয়, যার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যদি রাশিয়ার সেনার উপর কোনো আঘাত অনান হয় তাহলে রাশিয়া এমন পদক্ষেপ নেবে যার ফলে ইউক্রেন সহ বাকি দেশদেরও সমস্যা বেড়ে যাবে।
পুতিনের এমন হুশিয়ারি অনেকেই মনে করেছেন যে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন। আবার অন্যদিকে আমেরিকাও পিছনে নেই তাই সব দিক দিয়ে বেশ জটিল অবস্থার সম্মুখীন সমস্ত বিশ্ব। বর্তমানের চাঞ্চল্যকর অবস্থায় ঠিক কি হতে চলেছে সেটাই এখন লক্ষণীয়। তবে বহু দেশ এই চাঞ্চল্যকর অবস্থাকে শান্তিপূর্ণ অবস্থায় পরিণত করার চেষ্টা চালাচ্ছে।