রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর ঘনিষ্ঠরাই হত্যা করবে। এমনই চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার রুশ-ইউক্রেন যুদ্ধের প্রথম বর্ষপূর্তির দি মুক্তি পেয়েছিল ‘দ্য ইয়ার’ নামে একটি ইউক্রেনীয় তথ্যচিত্র।
প্রসঙ্গত, তার পরেই রুশ প্রেসিডেন্ট পুতিনের মৃত্যু ঘিরে বিস্ফোরক দাবি করতে শোনা গিয়েছে জেলেনস্কিকে। তাঁর কথায়, ‘শিকারীরা মিলে একটা শিকারিকে গ্রাস করবে।’ ইউক্রেন প্রেসিডেন্টের এই মন্তব্য ঘিরে বিশ্বের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলেনস্কির কথায়, পুতিনের রাজত্বকালে এমন এক সময় ঠিক আসবে যখন তাঁর শাসনের দুর্বলতাগুলি সকলের কাছে স্পষ্ট হয়ে উঠবে। গোটা রাশিয়া তা অনুভব করতে পারবে। এ মাসের গোড়াতেই কোনও আগাম সূচনা ছাড়া হঠাৎ প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াহয়েছিল তৎকালীন মন্ত্রী ওলেকসি রেজনিকভকে। একই ভাবে বরখাস্ত করা হল প্ৰবীণ সেনা কমান্ডার এডুয়ার্ড মসকালইয়োভকেও।
জানা গিয়েছে, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর সদস্যদের কান্না জড়ানো একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ফুঁসছে রুশ প্রশাসন। রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগীরাও এখন পুতিনের উপর বিরক্ত। তবে জেলেনস্কির এই বিস্ফোরক দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি মস্কো।