images (2)

Image:- CleanEarth

পুনর্নবীকরণযোগ্য সম্পদ বদলে দিতে পারে ভারতের ভূদৃশ্যকে

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

প্রকৃতি আমাদের অনেক জিনিস উপহার দিয়েছে । আজ, আমরা বলতে পারি যে আমরা উন্নত।প্রকৃতি থেকে প্রায় সব ধরনের সম্পদ মানুষের দ্বারা ব্যবহৃত হয়। কিছু সম্পদ সীমিত এবং কিছু পদার্থ শীঘ্রই এই গ্রহ থেকে চিরতরে বিলুপ্ত হবে। পুনর্নবীকরণযোগ্য সম্পদ হচ্ছে এমন সম্পদ যা নতুন করে বা পরিবর্তিত হতে পারে। অপ্রত্যাশিত, পুনর্নবীকরণযোগ্য সম্পদের প্রধান উদাহরণগুলি হল: বাতাস, সূর্যালোক, জোয়ার, জৈববস্তুপুঞ্জ ইত্যাদি। নবায়নযোগ্য সম্পদগুলির কিছুটা অব্যাহতভাবে সরবরাহ করা হয় যেমন বায়ু শক্তি এবং সৌরশক্তি। সময়ের অগ্রগতির সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ফলে বিদ্যুতের জন্য বিপুল পরিমাণ কয়লা ব্যবহৃত হবে। আর যত কয়লা ব্যবহৃত হবে ফলে গ্য‌াসের নির্গমণ হবে চার গুণ বেশি। আর সেটি অনেক ব্যয়বহুল হয়ে পড়ছে। সব কিছুরই একটি অন্য কোন রাস্তা থাকবেই, তেমনিই হল জলবিদ্য‌ুৎ এছাড়াও বায়ু ও সৌরশক্তিকেও বর্তমান ক্ষমতার সঙ্গে সংযুক্ত করা গেলে চাহিদা পূরণ করা সম্ভব হবে। এই সব ব্যবহার করলেও পরিবেশের উপর থেকে কিছুটা চাপ কমানো যাবে।

সৌরশক্তি আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে।যদি এই পদ্ধতি ব্যবহারের জন্য চালু করা হয় তবে শক্তি, দক্ষতা ও নতুন যন্ত্রপাতির প্রয়োগ প্রয়োজন। আর তাতে প্রতি ওয়াটে ৫ টাকা কমানো বা নীচেও কমানো যেতে পারে। কিছু সমীক্ষায় জানা গেছে যে পেট্রোল ডিজেল চালিত মটরের থেকে সৌরশক্তি ব্যবহার করে কম খরচ হয়েছে।ডিজেলে ভর্তুকি দিলও সৌরশক্তির উৎপাদনের খরচ ডিজেলের মাধ্য‌মে উৎপাদনের খরচের অর্ধেক। আরও একটি উৎস হল বায়ু শক্তি অর্থাৎ বাতাসের শক্তি। এটি আরও স্পষ্টভাবে বাতাসের গতিশীল শক্তির পুনরুদ্ধার। একটি বায়ু টারবাইন, যাকে উইন্ড জেনারেটরও বলা হয়, প্রকৃতপক্ষে বাতাসের গতিবেগকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে যা আমাদের ব্যবহার করতে পারে। ফলে সেখানেও আমাদের কিছুটা খরচা বেচে যায়। আরও একটি উৎস হল জলবিদ্যুৎ শক্তি,অর্থাৎ বিভিন্ন ডেম, কোনো শক্তিশালী ঝরনা ইত্যাদির মাধ্যমে জলের যে শক্তি উৎপন্ন সেই জায়গা থেকেও আমারা বিদ্যুৎ পেয়ে থাকি।

এই পুনর্নবীকরণ যোগ্য শক্তির বিভিন্ন পরিবেশগত এবং অর্থনৈতিক সুবিধা রয়েছে। এই ধরণের শক্তি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে না এবং কিছু ধরণের বায়ু দূষণ হ্রাস করতেও সাহায্য করে। পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি অসুবিধা হল এর দ্বারা জীবাশ্ম জ্বালানী, জেনারেটরে উৎপাদিত বিদ্যুতের কাছে এই সমপরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যায় না। কিন্তু এই সৌরবিদ্য‌ুৎ উৎপাদন যোগ করতে পারলে আমাদের ভবিষ্য‌তের যাবতীয় বিদ্য‌ুতের চাহিদা মিটে যাবে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request