নতুন ভাবে এয়ার ইন্ডিয়াকে গড়ে তোলা হবে , এরকমই এক পরিকল্পনার কথা জানিয়েছেন টাটা অধীনস্থ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। তবে এর জন্য সময় নেওয়া হবে পাঁচ বছর। তারপরেই অন্যরূপে ফিরবে এয়ার ইন্ডিয়ার বিমান।
উন্নতর গ্রাহক পরিষেবা ও ব্যবসায়িক নীতির মধ্যে সমন্বয় সাধন করে দেশীয় বাজারের অন্তত ৩০শতাংশ নিজেদের উপস্থিতি বাড়াবে এই সংস্থা।পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে টাটার নজর, এই বিষয়টির ওপর পর্যবেক্ষণ করা।
প্রসঙ্গত, দীর্ঘ ৬৯ বছর পর ফের একবার টাটার ঘরে গিয়েছে মহারাজা। এতদিন লাগাতার ক্ষতির সম্মুখীন হয়ে নিজেদের মাহাত্ম্য হারিয়েছিলেন এয়ার ইন্ডিয়া। সেই এয়ার ইন্ডিয়াকে পুনরায় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সংকল্প বাস্তবায়নে মাঠে নেমে পড়েছেন কর্মীরা।