মাটির নিচের জল অর্থাৎ ভূগর্ভস্থ জল নিয়মিত বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। যেমন এই জল পান করা ,কৃষি কাজে জল ব্যবহার করা আরো নানারকম কাজে এই জল ব্যবহার করা হয় এর ফলে পৃথিবীর আবর্তনের অক্ষ বদলে যাচ্ছে।সমুদ্রের জলের উচ্চতা অনেকটাই নির্ভর করে মাটির নিচের জলের উপর। এই জল কমে আসায় বাড়ছে সমুদ্রের জলের উচ্চতাও।
জিয়োফিজিক্যাল রিসার্চ লেটারস প্রকাশিত ওই গবেষণাপত্রের দাবি, গত এক দশকে মাটির নিচ থেকে যথেচ্ছ পরিমাণে জল তোলা হয়েছে। আর তার প্রভাব পড়েছে পৃথিবীর ঘূর্ণনের উপর। পৃথিবীর ঘূর্ণনের প্রকৃতিতে মারাত্মক বদল এসেছে।
গবেষণাপত্র থেকে জানা যায়, ভূগর্ভস্থ জল প্রতিনিয়ত উত্তোলনের ফলে পৃথিবীর অক্ষ প্রতি বছর ১.৭ ইঞ্চি বা ৪.৩ সেন্টিমিটার সরে যাচ্ছে। অর্থাৎ গত এক দশকে ৪৩ সেন্টিমিটার সরেছে। পরিমাপ খুবই সামান্য মনে হলেও এর প্রভাব মারাত্মক।
প্রধান গবেষক কিওয়েন সিও সংবাদ মাধ্যমকে বলেন, পৃথিবীর অক্ষের দুই প্রান্ত অনেকটাই সরে গিয়েছে, জলবায়ুর সমস্যা বেড়েই চলেছে দিনের পর দিন ,মাটির নিচ থেকে যে পানি তোলা হয়, তা শেষমেশ সমুদ্রে গিয়ে মেশে। সিও ও তার সহকর্মীরা নিশ্চিতভাবে জানিয়েছেন, পৃথিবীর অক্ষের পরিবর্তনের জন্য অন্যতম দায়ী ভূগর্ভস্থ পানি সেচ ও সমুদ্রের পানির স্তর বৃদ্ধি।