যন্ত্রের বুদ্ধি বাড়ছে দি’গুন ! তাহলে স্রষ্টাকে ছাপিয়ে যাওয়ার সময় কি চলে এসেছে সৃষ্টির?এবার কী সত্যি পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে ‘ দ্য টার্মিনেটর ‘ ? এমনই প্রায় বহু প্রশ্ন উঠে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই বিষয় সম্পর্কিত আলোচনায় বসবেন।
এএফপির সূত্রে খবর, ব্রিটেনের প্রধানমন্ত্রী বুধবার ওয়াশিংটন এ যান এবং বৃহস্পতিবার তিঁনি মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেন হোয়াইট হাউসে।দুই রাষ্ট্রপ্রধান মূলত দুটি বিষয় সম্পর্কিত আলোচনায় বসছেন এই বৈঠকে।প্রথমত ইউক্রেনের যুদ্ধ এবং দ্বিতীয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপদ ও এর নেতিবাচক দিক এবং এর সাথে সাথে এর উপর নিয়ন্ত্রণ রাখা এই সব সংক্রান্ত আইন প্রাধান্য পাবে এই বৈঠকে। এছাড়াও, ইউক্রেনের যুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়েও কথা হবে এই বৈঠকে।
ঐদিন আমেরিকা থেকে রওনা দেওয়ার আগে লন্ডনের সাংবাদিকদের সাথে ইউক্রেনের একটি বাঁধ ধ্বংস নিয়ে কথা বলেন ঝষি সুনাক। তিঁনি বলেন, “নাগরিক পরিকাঠামোয় এমন হামলা স্পষ্ট যে রাশিয়ার আগ্রাসন কোন যায়গায় পৌঁছেছে।” ২০২২ সালের ২৪ শে ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধের শেষ কবে তা নিয়ে এখনও জল ঘোলা রয়েছে। এমন পরিস্থিতিতে ‘জলকে’ও হাতিয়ার করতে ছাড়লো না রাশিয়া। ইউক্রেনের জলের বাঁধ উড়িয়ে দিল রাশিয়া, এমনই অভিযোগের আঙুল উঠছে রাশিয়ার উপর। যদিও এমন পরিস্থিতিতে মস্কো অভিযোগ করছে কিয়েভের বিরুদ্ধে।
চ্যাটবট ChatGPT-র প্রধান ‘ওপেন এআই’ সংস্থার সিইও স্যাম অল্টম্যান কিছু দিন আগেই বলেছিলেন যে, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ছাপাখানার মতোই যুগান্তকারী প্রযুক্তি। তবে এর থেকে যথেষ্ট ভয়ের কারণও রয়েছে। এক্ষেত্রে সরকারী নজরদারী এবং নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয়। অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলবে।”