ফের এটিএফের দাম বাড়লো ৫.৩ শতাংশ অর্থাৎ লিটারে ১১৬.৮ টাকা দাম বেড়েছে। প্রতি কিলোলিটারে প্রায় ৬১৮৮ টাকা। এক কিলোলিটার এটিএফের দাম কলকাতায় বেড়ে হলো ১লক্ষ ২৭হাজার ৮৫৪টাকা , দিল্লিতে দাম বেড়ে হলো প্রায় ১লক্ষ ২৩হাজার ৩৯টাকা, চেন্নাইতে ১লক্ষ ২৭হাজার ২৮৬টাকা ও মুম্বাইতে ১লক্ষ ২৭হাজার ৮৪৭টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মতে, বিশ্ব বাজারে জ্বালানির চড়া দামের প্রভাবই পড়ছে দেশে। মূলত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহের উপর বড় প্রভাব পড়ার কারণে বিশ্ব ব্যাপী জ্বালানির দাম বাড়ছে। ভারতে এই জ্বালানি তেলের প্রায় ৮৫শতাংশই আমদানি করা হয়। তাই বিশ্ব বাজারে এটিএফের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভারতেও তার প্রভাব পড়েছে।
এটিএফের দাম বাড়তে থাকার কারণে বিমান সংস্থাগুলি খুব শীঘ্রই সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে , কারণ বিমন সংস্থার খরচের প্রায় ৪০শতাংশই জ্বালানি খাতে। এটিএফের মূল্য বৃদ্ধির করনে বিমানের ভাড়ার উপর প্রভাব পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।