বলিউডের চেনা ফ্যাশন আইকনদের মধ্যে অন্যতম একটি আইকন হলো উর্বশী রাউতেলা। আর এই ফ্যাশন ই তার জীবনে নিয়ে এলো এক বিরাট বিপত্তি। ফ্রান্সের একটি ফ্যাশন শো তে যোগ দিতে গিয়ে হিংসা ও বিক্ষোভ প্রবন ফ্রান্সেই আটকে পড়েন তিনি। যদিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান যে তিনি এখনো অবধি কোনো বিপদে পড়েননি তবে বিদেশী শহরে সে প্রচন্ড ভাবে নিরাপত্তার অভাবে ভুগছেন। তার জন্য তার পরিবারের লোকেরাও খুব ই দুশ্চিন্তায় আছেন।
প্যারিসে এরম পরিস্থিতি সৃষ্টি হবার কারণ সেখানে এক কৃষ্ণাঙ্গ যুবক কে ট্রাফিক আইন না মানার জন্য রাস্তায় পুলিশ গুলি করে আর এর ফলে মৃত্যু ঘটে সেই যুবকের। তারপর ই প্রতিবাদ ও প্রতিরোধের আগুনে উত্তপ্ত হয়ে ওঠে প্যারিস। এই কারণে হাজার হাজার সাধারণ মানুষ প্যারিসে বিক্ষোভে সামিল হন। এই বছরেই এক ফ্যাশন শো তে যোগ দেবার জন্যই প্যারিসে গেছিলান উর্বশী সেখানে গিয়েই এই পরিস্থিতি দেখতে পান তিনি। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান যখন তিনি সেই শহরে গিয়ে পৌঁছে ছিলেন তখন পরিস্তিতি খুব ই খারাপ ছিল তবে এখন পরিস্তিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই ভেবে তিনি এখন একটু শান্তিতেই আছেন। আরো বলেন, এত কিছুর পড়েও তিনি তার পেশাগত দায়িত্ব পূরণ করতে সক্ষম হয়েছেন এই জন্য তিনি কৃতজ্ঞ। তবে সে নিজের জন্য নয় তার থেকেও সে তার টিমের সদস্যদের নিরাপত্তার বিষয়ের জন্য বেশি চিন্তিত
অন্যদিকে অভিনেত্রী বিদেশে এরম অশান্তি পরিস্তিতির মধ্যে আছেন বলে তার পরিবারের সদস্যরা খুবই চিন্তিত।তাঁদের উদ্দেশ্য করে অভিনেত্রী লেখেন দেশে তাঁদের সবার পরিবারের সকলে এই অশান্তির পরিস্থিতির খবর পড়ছেন বলে তাঁরা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। তবে অভিনেত্রীরা চেষ্টা করছেন নিজেদের নিরাপদ রাখার।