পুরসভা বলতে সাধারণ মানুষ শুধুমাত্র পুর পরিষেবাই বোঝেন। কিন্তু তার বাইরে পুরসভার কাজের বৃহত্তর ব্যাপ্তির কথা, বিশেষত শহরের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহের সঙ্গে পুরসভার ওতপ্রোত যোগ সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন।
১৯২১ সালে পুরসভার দেওয়া জমির উপরেই মেধার অন্যতম উৎকর্ষ কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল । তাই এই বিষয়টিকে কেন্দ্র করে প্রচারের ভাবনা – চিন্তা করছেন উচ্চপদস্থ পুরসভা আধিকারিকরা । ইতিমধ্যেই এ বিষয়ে উচ্চ স্তরে একপ্রস্ত বৈঠক হয়েছে। পুরকর্তাদের একাংশের মতে , ‘‘পুর পরিষেবা সব চেয়ে গুরুত্বপূর্ণ ঠিকই। কিন্তু তা বাদ দিয়েও পুরসভার অন্য ইতিবাচক দিকও শহরবাসীকে জানানোর পরিকল্পনা করা হচ্ছে।’’
আজ থেকে প্রায় একশো বছর আগে লিজ -চুক্তিতে কলকাতা পুরসভা জমি দিয়েছিল তৎকালীন ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন, বেঙ্গল’ (এনসিই) বা বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ বর্তমানে যা “যাদবপুর বিশ্ববিদ্যালয়” – কে। তবে চুক্তির মেয়াদ ফুরিয়েছে ২০২০ – র ৩০ শে সেপ্টেম্বর । চুক্তির নবীকরণের পর্বটি কোভিডের কারণে সেই সময় করা সম্ভব হয়ে ওঠেনি । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরসভাকে ২০২১ – এর ডিসেম্বরে চুক্তি নবীকরণের অনুরোধ করে এবং তার পরেই দু’পক্ষ এ বিষয়ে সচেষ্ট হয়।
বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জমির মোট পরিমাণ প্রায় ১৭২ বিঘা। সূত্র মারফত , আরও ৯৯ বছরের জন্য এই ১৭২ বিঘা জমির লিজ চুক্তির নবীকরণের প্রস্তাবটি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।