প্রিয়াঙ্কাই প্রথম ভারতীয় মহিলা যে মোট পাঁচটি আট হাজারি শৃঙ্গ জয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। তিনি আগেও জয় করেছিলেন বেশ কয়েকটি শৃঙ্গ, তবে এবার একবারে কাঞ্চনজঙ্ঘায় পরিক্রমণ করে ফেললেন পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা প্রিয়ঙ্কা মোহাইত ।
জানা যায়,ছোট থেকেই পাহাড়ের প্রতি টান প্রিয়াঙ্কার।মহারাষ্ট্রের সহ্যাদ্রি রেঞ্জ দিয়েই প্রথম হাতে খড়ি হয়েছিল প্রিয়াঙ্কার। ২০১৬ সালে মাকালুর পাশাপাশি প্রায় ছ’হাজার মিটার উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জারোও জয় করেছিলেন প্রিয়াঙ্কা। এইভাবেই যাত্রা শুরু হয় প্রিয়াঙ্কার।
বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায়ে ৮,৫৮৬ মিটার জয় করলেন ত্রিশ বছরের প্রিয়াঙ্কা। সূত্রের খবরের মাধ্যমে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গত বছরের এপ্রিলেই মাসেই দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা ৮,০৯১ জয় করে ফিরেছিলেন। তার আগে ২০১৩ সালে মাত্র ২১ বছর বয়সেই প্রিয়াঙ্কা বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৮,৮৪৯ মিটার অতিক্রম করেছিলেন। ফের ২০১৬ সালে মাকালু ৮,৪৮৫ মিটার আর ২০১৮ সালে লোৎসে ৮,৫১৬ মিটার তে পরিক্রম করেছিলেন তিনি। যার জন্য ২০২০ সালে প্রিয়াঙ্কা তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার সম্মান পেয়েছেন।