অবশেষে শেষ হলো ভারতের প্রথম মহিলা প্রিমিয়ার লীগ। এবং প্রথম লীগেই জয় মুম্বাই ইন্ডিয়ান্সের। পুরুষ মুম্বাই ইন্ডিয়ান্স দলের মতোই নিজেদের ঐতিহ্য বজায় রেখেছে মহিলা দল। এবং সেইসাথে মহিলা মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ট্রফি উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে।
রবিবার দিল্লি ক্যাপিটালকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দিল্লি রান করে ১৩১। প্রত্যুত্তরে ১৯.৩ ওভারে সেই রান তুলে দেয় মাত্র ৩ টি উইকেট হারিয়ে । সাত উইকেটে জয় লাভ করে প্রথম চ্যাম্পিয়ন দল।
প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন ন্যাট স্কাইভার ব্রান্ট (অপরাজিত ৬০)। অধিনায়ক হরমনপ্রীত রান আউট হন। শেষ ২ ওভারে পরিস্থিতি জটিল হয়ে পড়লেও ন্যাট স্কাইভার ব্রান্ট ও অ্যামেলিয়া কের দুর্দান্ত ইনিংসের মাধ্যমে জয় তুলে আনেন দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে এবং ভারতের মাঠে অনুষ্ঠিত প্রথমবারের মেয়েদের টি-টোয়েন্টি লিগে ট্রফি এনে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ব্রান্ট।
ফাইনাল ম্যাচটি হয় ব্রেবোর্ন স্টেডিয়ামে। ম্যাচ দেখতে হাজির ছিলেন সচিন তেন্ডুলকরও। এছাড়াও ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যান্য পুরুষ ক্রিকেটাররা। প্রতিযোগিতার প্রথম বছরেই সাড়া জাগিয়েছে মেয়েদের এই টি-টোয়েন্টি লিগ। ধারণা করা হচ্ছে এই অভূত সাফল্যের পর নিয়মিত ভাবে ফেব্রুয়ারি-মার্চে ডব্লিউপিএল এবং এপ্রিল-মে মাসে আইপিএল হবে।