গত বুধবার না ফেরার দেশে পাড়ি দিলেন ৮০ – এর দশকে দূরদর্শনের পর্দায় দাপুটে সঞ্চালনার জন্য ভারতখ্যাত সংবাদপাঠিকা – অভিনেত্রী গীতাঞ্জলি আইয়ার । তার পরিবার সূত্রে খবর , পার্কিন্সন্স ডিজিজে আক্রান্ত ছিলেন সত্তরোর্ধ্ব গীতাঞ্জলি । বুধবার সান্ধ্যভ্রমণ সেরে বাড়ি ফেরার পর হঠাৎই নয়াদিল্লির বাড়িতেই তার মৃত্যু হয় ।
আশির দশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ব্যাক্তিত্বের অভিনবত্ব ছিল ছোট করে ছাঁটা চুল, মুক্তোর ছিমছাম গয়না সঙ্গে আটপৌরে শাড়ি আর ঝরঝরে ইংরাজিতে সংবাদপাঠ । সেই সময় হাতে গোনা কয়েকজন ইংরেজি সংবাদপাঠকদের মধ্যে তিনি ছিলেন প্রথম সারির লোক । দূরদর্শনের রঙিন পর্দায় চোখ আটকে যেত গীতাঞ্জলি আইয়ারকে দেখে , সেই সুবাদে অনেক বিজ্ঞাপনী সংস্থার প্রচারের মুখ হিসাবে তাকে দেখা যায় এমনকি পরবর্তীকালে অভিনয়ের সুযোগও আসে তার কাছে এবং প্রসঙ্গত উল্লেখ্য , দূরদর্শনে সম্প্রচারিত টিভি সিরিজ ‘ খানদান ‘ – এ অভিনয় করেছিলেন তিনি ।
টানা ৩০ বছর সংবাদ উপস্থাপন করে তিনি তার অভূতপূর্ব প্রতিভার জন্য অনেক সম্মান এবং পুরস্কারে ভূষিত হয়েছিলেন । ১৯৮৯ সালে ইন্দিরা গান্ধী প্রিয়দর্শনী পুরস্কারে সম্মানিত হয়েছেন গীতাঞ্জলি আইয়ার। কলকাতার লরেটো কলেজ থেকে ইংরাজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন গীতাঞ্জলি আইয়ার, পরবর্তীতে ন্যাশন্যাল স্কুল অফ ড্রামা থেকেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সাংবাদিক মহল এবং শোকের ছায়া নেমেছে তার গুণমুগ্ধদের মধ্যেও।