প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুলোচনা লতকর, বয়স হয়েছিল ৯৪। জানা গেছে বহুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, রবিবার দুপুরে
শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের ‘মা’।
১৯২৮ সালে জন্ম অভিনেত্রীর, সিনেমা জগতে পা রাখেন কিশোরী বয়সে, প্রথম কাজ ছিল মারাঠিতে। ১৯৯৯ সালে, সুলোচনা লতকর পদ্মশ্রীতে সম্মানিত হন এবং ২০০৯ সালে তিনি মহারাষ্ট্র সরকারের কাছ থেকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে সম্মানিত হন।
নিজের জীবনকালে হিন্দি ও মারাঠি মিলিয়ে প্রায় ২০০ টির মতো সিনেমায় অভিনয় করেছেন, অধিকাংশ চরিত্র দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের পর্দার ‘মা’ ভূমিকায় হওয়ার দরুণ তাকে একটা সময়ে ‘বলিউডের মা’ বলে খ্যাত করা হত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। কাজের মধ্যে থেকে গেল ‘নাগিন’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘শ্রী ৪২০’-এর মতো ছবি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাধুরী দীক্ষিত সহ বেশ কয়েকজন বলিউড তারকাও শোক প্রকাশ করেছেন।