আইপিএল চলাকালীন এল দুঃখের সংবাদ, প্রয়াত হলেন ক্রিকেটার সুধীর নায়েক। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন ক্রিকেটার। আজ সকালেই মুম্বইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর।মুম্বই ক্রিকেট সংস্থার তরফে থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি বাথরুমে পড়ে গিয়েছিলেন সুধীর। মাথায় চোট লেগেছিল তাঁর, মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। কোমায় চলে যান। সেখান থেকে আর ফেরেননি তিনি।
মুম্বাই ক্রিকেট জগতে সুধীর নায়েকের যথেষ্ট পরিমাণের পরিচিতি ছিল। ১৯৭০-৭১ সালে মুম্বাইকে রঞ্জি জিতিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। সেই সময় অনেক তাবর তাবর খেলোয়াড়রা না থাকার সত্বেও রঞ্জি জেতেছিল মুম্বই। ১৯৭৪ সালে ইংল্যান্ড সফরে বার্মিংহাম টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে তিনি অর্ধশতরান করেছিলেন, (৭৭) দ্বিতীয় ইনিংসে। তবে সেই ম্যাচে হেরে যায় ভারত।
সুধীর নায়েক ৮৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন , আর এই ৮৫ টি প্রথম শ্রেণীর ম্যাচের মোট রান হয়েছিল ৪৩৭৬। সেই বছরই তিনি তিনটি টেস্টে খেলেছিলেন। যদিও পরে আর জাতীয় দলে তাকে ডাকা হয়নি। ইংল্যান্ডের গিয়ে লন্ডনের একটি দোকান থেকে দুজোড়া মোজা চুরি করার অভিযোগ উঠেছিল সুধীরের বিরুদ্ধে। সেই সময় ভারতীয় বোর্ড কিন্তু তাঁর পাশে দাঁড়ায়নি। ক্ষমা চাইতে বাধ্য হন সুধীর নায়েক। আত্মজীবনীতে সুনীল গাওস্কর লিখেছিলেন, বোর্ডের উচিত ছিল আইনজীবী নিয়োগ করে সুধীরের হয়ে প্রতিবাদ করা।