france-footballer-dead

প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার জাস্ত ফন্টেন Image : Eurosport

প্রয়াত হলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জাস্ত ফন্টেন

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

৮৯ বছর বয়সে প্রয়াতো হলেন ফ্রান্সের প্রাক্তণ ফুটবল তারকা জাস্ত ফন্টেন। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই লাক্সেমবার্গের বিরূদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। তার পরেও ১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের দলের প্রথম ১১ তে ডাক পাননি তিনি। শেষ মুহূর্তে দলের হয় খেলার সুযোগ পান তিনি। ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ৬টি ম্যাচে ১৩টি গোল করার রেকর্ড আছে তার নামে এখনও অক্ষত আছে। ১৯৫৮ সালে বিশ্বকাপ হয়েছিল সুইডেনে, সেই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পিছনে মূল অবদান ছিল ফন্টেনের।

ফন্টেনের জন্ম ১৯৩৩ সালের ১৮ আগস্ট ফ্রান্সের টুলুসে । তাঁর বাবা ছিলেন ফরাসি, মা স্পেনীয়। ফ্রান্সে জন্মালেও শৈশবে চলে যান মরক্কোয়। ফুটবলের হাতেখড়ি শুরু হয়ে ইউএসএম ক্লাসাব্লাঙ্কা ক্লাবে। ১৯৫৩ সালে ফ্রান্সে ফেরেন নিসের হয়ে খেলতে। জাস্ত ফন্টেনকে বিশ্বকাপের আগে কেউই চিনতেন না। কিন্তু দূর্দান্ত গতি এবং অসাধারণ ফিনিশিংয়ের কারণে প্রথম থেকেই নজর কেড়েছিলেন তিনি। ফ্রান্সের হয়ে ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত অর্থাৎ সাত বছর খেলেছিলেন তিনি। এই সাত বছরে ফ্রান্সের হয়ে মাত্র ২১টি ৩০টি ম্যাচ খেলে গোল করেছিলেন ফন্টেন।

ক্লাব ফুটবলের দল রাঁসে এর হয়ে খেলতে ফন্টেন। ১৯৫৯ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে উঠেছিল রাঁসে যার মূল কারন ছিল ফন্টেন। ইউরোপিয়ান কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল রাঁস তবে সেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ফন্টেন। ১৯৬২ সালে ইনজুরির কারণে মাত্র ২৮ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানান তিনি। খেলোয়াড় হিসেবে ফুটবল ছাড়ার পরেও কোচিংয়ে মনোনিবেশ করেন ফন্টেন । ১৯৬৭ সালে দু’টি ম্যাচে ফ্রান্সের কোচ ছিলেন তিনি। তাঁর কোচিংয়েই ১৯৭৪ সালে ফরাসি লিগ ওয়ানে উঠেছিল প্যারিস সঁ জরম।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request