বর্তমান সময়ে বিভিন্ন তারকা থেকে অভিনেতা, অভিনেত্রীর জনপ্রিয়তার বেশিরভাগটাই নির্ভর করে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যার উপর। যার ফলোয়ার সংখ্যা যতবেশি দর্শকদের কাছে জনপ্রিয়তা ততটাই বেশি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রতি বিজ্ঞাপনের পোস্ট পিছু তত বেশি অঙ্কের টাকা আয় করে এই তারকারা। কিন্তু এই ফলোয়ারের সংখ্যাই যদি একনিমিষে কমে যায় বা কম দেখায় সমস্যা তো হবেই। সোশ্যাল মিডিয়ায় তারকাদের শোরগোল পরবেই। ঠিক এমনটাই শুরু হয়েছিলো বুধবার সকাল থেকে।
বুধবার সকাল থেকেই প্রযুক্তিগত ত্রুটির কারণে ফেসবুকে এমন সমস্যা দেখা দিয়েছিলো। প্রত্যেকেরই ফলোয়ারের সংখ্যা দেখাচ্ছিলো কমে ১০০০০ এর নিচে চলে গিয়েছে । এমনকি এর থেকে বাদ পড়েনি ফেসবুকের প্রতিষ্ঠাতা স্বয়ং মার্ক জাকারবার্গও।
ফেসবুকে এমন নানান ধরনের সমস্যা প্রায় দেখা যায় । যদিও এমন ক্রুটির দ্রুত সমাধানও করা হয় । এটির ক্ষেত্রেও ১ দিনের মধ্যেই সমাধান করে দেওয়া হয় এই সমস্যার । এর নেপথ্যে কি কারণ ছিল ফেসবুকের তরফ থেকে কিছু জানানো হয়নি । তবে বিভিন্ন জনের মত অনুযায়ী এটি প্রযুক্তিগত ত্রুটি অথবা প্রচারমূলক কৌশল ছিলো।
বিষয়টি খুঁটিয়ে দেখা গেছে যে ফলোয়ারের সংখ্যা একই আছে । বাইরে থেকে যে সংখ্যাটি দেখা যাচ্ছিলো তা হলো প্রত্যেকদিন কত করে ফলোয়ার বাড়ছে সেই সংখ্যা। যার অ্যাকাউন্ট তিনি নিজে দেখতে পারছিলেন আসল ফলোয়ারের সংখ্যা ।