তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রযুক্তি এলেও কিন্তু পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে এখনো অবধি সেই প্রযুক্তির কোন ব্যবহারই দেখা যায়নি|
তাপবিদ্যুৎ কেন্দ্রে নাইট্রোজেন ডাই অক্সসাইড, সালফার ডাই অক্সসাইড, পারদের মতো দূষক অপসারণের জন্য 2015 সালে নিয়ন্ত্রণ মারক নিয়ে আসা হয় |রিসার্চ অন এনার্জি এন্ড ক্লিন এয়ার সমীক্ষায় জানানো হয়েছে যে এই প্রযুক্তি ব্যবহার না করার ফলে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে দূষণের মাত্রা কমছে না |
পশ্চিমবঙ্গে কয়লা চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রযুক্তি ব্যবহার না করার ফলে যে দূষণ ছড়াচ্ছে তা সমস্ত মানুষের পক্ষে খুবই ক্ষতিকর| বিশেষ করে কোন শিশু বৃদ্ধ বা বৃদ্ধা মানুষ এবং গর্ভবতী মহিলাদের পক্ষে আরো ক্ষতিকর বিষয়টি| কোন বড় তাপবিদ্যুৎ ইউনিট এখনো অব্দি ডাইরেক্ট সার্ভেন্ট ইনজেকশন প্রযুক্তি যা কিনা সালফার ডাই অক্সাইড অপসারণ নিয়ন্ত্রণের কাজে লাগে এই প্রযুক্তি এখনো অব্দি কাজে লাগিয়ে উঠতে পারেনি| কিন্তু পশ্চিমবঙ্গে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে দূষণ কমানোর গত সাত বছর ধরে ব্যর্থ কর্তৃপক্ষ|
রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রের 40% এখনো অবধি কোনরকম কোন উদ্যোগ নিয়ে উঠতে পারেনি। এটি কর্তৃপক্ষের একটি গাফিলতির দিক বলে ধরা যেতে পারে| এই গাফিলতির ফলে এবং প্রযুক্তি থাকা সত্ত্বেও তা উপযুক্ত ভাবে না ব্যবহারের ফলে দূষণের মাত্রা বৃদ্ধির জন্য তার ফলস্বরূপ সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।