গত ১৪ ফেব্রুয়ারি বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন টলিপাড়ার সুপারহিট জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা । মহালয়ার পরেই বিয়ের দিন ঘোষণা করে সুখবর দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোন পল্লবী চট্টোপাধ্যায়ের ঘটকালিতেই অবশেষে ২৫ নভেম্বর চার হাত এক হতে চলেছে । বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কিছুদিন আগেই তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসলেও উল্লেখ ছিল না বিয়ের তারিখ। সোমবার দিন বিয়ের তারিখ ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার কি তাহলে চতুর্থ বিয়ে করতে চলেছেন সুপারস্টার।
জাতীয় সিনেমা দিবস’-এর দিন ইনস্টাগ্রামের মাধ্যমে একটা ভিডিয়ো শেয়ার করেছিলেন প্রসেনজিৎ যেখানে তাঁকে দেখা গিয়েছিল ‘ঋতু ঋতু’ করে চিৎকার করতে। যা শুনে অভিনেত্রী বলেন, ‘ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের ডেট…. কী আজেবাজে বকছো?’ এরপর প্রসেনজিৎ-এর প্রত্যুত্তরে জানান ‘আমাদের বিয়ের কথা থোড়াই বলছি… ওই যে ভিতরে… ব্যস এরপর আর শোনা যায়নি। প্রসেনজিৎ তখন ঘর ছেড়ে বেরিয়ে যান। লজ্জা পেয়ে ঘর ছাড়েন ঋতুপর্ণাও। সেখান থেকে জোরালো হয়েছিল জল্পনা। আর সেই জল্পনা কাটিয়ে সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশেষে ঘোষণা করলেন বিয়ের দিন। আগামী ২৫ নভেম্বর প্রসেনজিৎ ও ঋতুপর্ণার বিয়ে। প্রসেনজিৎ তাহলে এবার ৪ নম্বর বিয়েটা সেরেই ফেলছেন! তবে হ্যাঁ, রিয়েল লাইফে নয়, রিল লাইফে। খুব শীঘ্রই আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার নতুন ছবি।উত্তম-সুচিত্রার পরে তাঁদের জুটিকেই বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি বলে মনে করে সিনেমা প্রেমীরা। দীর্ঘ কয়েক বছর দর্শকরা বঞ্চিত হয়েছিলেন বুম্বা-ঋতুপর্ণা জুটির অনস্ক্রিন রোম্যান্স থেকে। তবে শিবু-নন্দিতার হাত ধরে পর্দায় প্রত্যাবর্তন হয়েছে ‘প্রাক্তন’ দিয়ে। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে (২০১৮) একসঙ্গে কাজ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এটা তাঁদের আগামী ছবিরই প্রচারের জন্য তৈরি একটি ভিডিয়ো। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে এই প্রথম অফস্ক্রিনও জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার। সম্রাট শর্মা ও টিম হাট্টিমাটিমের আগামী ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। আদ্যপান্ত মজার এই ছবি, যারা মনে মনে এতদিন ভেবেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়েটা হলে ভালোই হত, তাঁদের কিন্তু এই সিনেমা দেখতেই হবে। আগামী ২৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।