এবার তিন ডনকে নিয়ে পর্দায় আসছে ‘ডন ৩’, পরিচালনায় ফারহান আখতার। এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজনায় ‘ডন ৩’ এ সিনিয়র ডন মিস্টার বচ্চন, আর একালের ডন কিং খান ওরফে শারুখ খানের সঙ্গে বিশেষ ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং ও। দর্শক মহলে ব্যাপক উত্তেজনা রয়েছে ‘ডন ৩’ নিয়ে।
‘ডন কো পকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়…।’ বলিউডে গুঞ্জন রয়েছে যে শাহরুখ খান নাকি রাকেশ শর্মার বায়োপিকে কাজ করার জন্য ডন থ্রি থেকে সরে যাচ্ছেন। এছাড়াও সিনেমার স্ক্রিপ্টও মনঃপুত হয়নি বলিউডের বাদশার যদিও এখনও সিনেমার চিত্রনাট্য নিয়ে মুখ খোলেননি পরিচালক। এমন নয় যে, শারুখ খান চিত্রনাট্য পছন্দ করেননি, শুধু বলেছেন এখনও ‘পুরোপুরি ভরসা করতে পারছেন না’। ডন থ্রি-তে নাকি ক্যামিও চরিত্রে দর্শকের মনোরঞ্জন করতে দেখা যেতে পারে রণবীর সিং কে। এছাড়াও সুত্রের খবর খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে এক নামী হলিউড তারকাকেও।
এই মুহূর্তে শারুখ খানের উপর প্রচুর কাজের চাপ শীঘ্রই ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডংকি’-তে দেখা যাবে অভিনেতাকে। তবে এতকিছুর পর এখন প্রশ্ন ডনের দুটি ছবি এত হিট হওয়ার পরও কেন শারুখ খান ডন ৩ নিয়ে এত সংশয়ে।