গত মঙ্গলবার ১২ই সেপ্টেম্বর লিবিয়ায় ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল এর ফলে অতিরিক্ত বৃষ্টির কারণে এই দুর্যোগটি ঘটে। প্রায় একদিনেই দেশের ভোল বদল করে দেয় এই প্রাকৃতিক দুর্যোগ। চারিদিকে ছড়িয়ে যায় পরিবারদের হারানোর যন্ত্রণা এবং দৃশ্য হয়ে যায় মর্মান্তিকের থেকেও দুর্ধর্ষ। প্রসঙ্গত এই বিপর্যয়ের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেরনা শহর ।ধ্বংসস্তূপ ও মৃতদেহের চাপে ঢেকে যায় শহরের এক চতু্থাংশ। শহরটি থেকে আপাতত ১০০০ মানুষের মৃতদেহকে উদ্ধার করা হয়েছে যেখানে শহরটিতে বাস করে প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দা রেডক্রস অ্যান্ড ক্রিসেন্ট সোসাইটির এক প্রতিনিধি নামের রেহমান জানিয়েছেন-“দশ হাজারেরও বেশি মানুষের নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে গোটা দেশে এবং শুধুমাত্র দেড় নাতেই ৬০০০ মানুষ নিখোঁজ হয়েছে। এছাড়াও এই শহরের পাশাপাশি অঞ্চল গুলি বন্যায় মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়েছে।” অনেকেই মনে করেছেন লিবিয়ার রাজনৈতিক সংঘাত এবং এবং দুই শতক ধরে চলে আসা পূর্ব বর্ধমান গৃহযুদ্ধের কারণে এই বিপর্যয়ের উদ্ধার ত্রাণের কাজ ব্যাহত হতে পারে । ২০১১ সালের ন্যাঠুর সমর্থিত বিদ্রোহের পর পুরো দেশের পূর্ব -পশ্চিম বিভক্ত হয়ে যাওয়ার কারণে কারণেই এমনটা আশঙ্কা করা যাচ্ছে বলে জানা গিয়েছে।তবে, এই বিপর্যয়ের প্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতা থেকে এক উড়ানে ত্রাণ সামগ্রি পাঠানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ মত দেশ গুলিও লিবিয়ার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে সূত্রে খবর।