youthesta inauguration

প্রাক্তনীদের উদ্যোগ- বেহালা কলেজের সাংবাদিকতা বিভাগে প্রতিষ্ঠিত হল নব-প্রযুক্তির লার্নিং প্লাটফর্ম- Youthesta

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

গত বৃহস্পতিবার, ৩১শে মার্চ বেহালা কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ পাড়ি দিলো ডিজিটাল জগতে। শুরু হলো ‘Youthesta’ । কিন্তু ‘Youthesta’ কি?

সম্পূর্ন  student funding দ্বারা  তৈরি একটি ‘অনলাইন লার্নিং প্লাটফর্ম’, যেখানে ছাত্রছাত্রীরা পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হাতে কলমে সাংবাদিকতা জগতের বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষতা অর্জন করবে। বর্তমানে প্রতিযোগিতার বাজারে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীরা বাড়তি সুবিধা লাভ করতে পারবে। খবর লেখা থেকে পডকাস্ট, প্রত্যেক সেমিস্টারের সিলেবাস থেকে নানান অত্যাধুনিক কোর্স, কলেজের পাবলিকেশন, স্টাডি মেটেরিয়াল সবকিছুই রয়েছে হাতের মুঠোয়!

এতদিন ডিজিটাল পোর্টালে সংবাদ প্রকাশ করতে গেলে কম্পিউটারের দরকার হতো। কিন্তু এই প্লাটফর্মে ছাত্র-ছাত্রীরা নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারবে। স্বভাবতই, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের কাছে এবার সমান্তরাল শিক্ষার এক নতুন দিগন্ত খুলে গেল।

‘Youthesta’- এর ব্লগ এবং নিউজে ছাত্রছাত্রীরা প্রত্যহ বিভিন্ন বিষয়ে সংবাদ, ব্লগ এবং ছোট গল্প লিখে শিক্ষকদের তত্ত্বাবধানে আপলোড করবে। এছাড়াও এই প্লাটফর্মের অন্যতম আকর্ষণ হলো পডকাস্ট। প্রতি সপ্তাহে সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিভাগের পক্ষ থেকে পডকাস্ট প্রকাশ করবে ছাত্রছাত্রীরা,এমনটাই নিয়ম ধার্য।

প্র্যাকটিক্যাল শিক্ষার পাশাপাশি বিশদে থিয়োরি সংক্রান্ত তথ্য ও জ্ঞান বৃদ্ধি করার জন্য রয়েছে ‘Youthesta’- এর স্টাডি বাডি, যেখান থেকে ছাত্রছাত্রীরা সহজেই সাংবাদিকতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্টাডি মেটেরিয়াল সহজেই পেতে পারবে। এছারাও রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে কোর্স করার সুযোগ।  সাংবাদিকতা বিভাগের যাবতীয় প্রকাশনী ও  পাওয়া যাবে ‘Youthetsa’ -র ডিজিটাল আর্কাইভ থেকে।

অধ্যক্ষ  ড: শর্মিলা মিত্র Youthesta র উদ্ববোধন করে উল্লেখ করেন, “খুব ভালো লাগছে, ‘Youthesta’ অনেক প্রচেষ্টার পর নিজেদেরকে সকলের সামনে আনতে পারলো। আশা করি এটি ছাত্র-ছাত্রীদের একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করবে।”

সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ধ্রুবজ্যোতি ঘোষ  উল্লেখ করেন ,’ Youthesta র এই প্রতিষ্ঠা ও সাফল্য  ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। উল্লেখযোগ্য ভাবে প্রাক্তনী রাহুল-এর মস্তিস্ক প্রসূত এই প্ল্যাটফর্ম, যা অন্যদের আরও উৎসাহিত করবে।’  বিভাগের অপর অধ্যাপক  অর্ণব মন্ডল -এর কথায় , “ বিভাগের উন্নত পরিকাঠামোর জন্য রাহুলের প্রচেষ্টাকে  আরও  সুন্দরভাবে যাতে  প্রতিষ্ঠিত করা যায় তার জন্য ওকে সাহায্য করেছি আমরা এবং আমাদের সাংবাদিকতা বিভাগের ছাত্র-ছাত্রীরা। আশা করি আমাদের এই প্রচেষ্টা পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।“

অনুষ্ঠানে Youthesta র সামগ্রিক  পরিচালনা পদ্ধতি ও কর্মকাণ্ড নিখুঁত ভাবে তুলে ধরে বিভাগের  প্রাক্তনী ও Youthesta র রূপকার রাহুল মোল্লা। রাহুল উল্লেখ করে ‘ প্রতিনিয়ত আধুনিক ও আরও প্রতিযোগিতা মুখর ভাবে গড়ে তুলতে চেয়েছি Youthesta কে। আশা করি আগামীর অন্যতম স্তম্ভ থাকবে Youthesta’

শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ঐক্য ও সম্প্রীতি কিভাবে চিরাচরিত শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে তার নজিরবিহীন উদাহরণ হয়ে রইল বেহালা কলেজ।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request