হাওড়া স্টেশনে আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক ট্রেনযাত্রী। ক্যামেরাবন্দি ৩৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে, আরপিএফের দুই আধিকারিক প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করলেন ওই ট্রেন যাত্রীকে।
সূত্রের খবর, সোমবার হাওড়া স্টেশনে এই বিপত্তি ঘটে। নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্লাটফর্মে বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ হাওড়ায় আপ লাইনে পুরুলিয়া এক্সপ্রেস ছাড়ার সময়, সাদা শার্ট পরা এক যাত্রী দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে, পা পিছলে ট্রেনের কামরায় এবং প্লাটফর্মের ফাঁকে পড়ে যান।এই অবস্থায় ট্রেনটি চলতে থাকে। সে সময় প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন রেলপুলিশের এসআইএ কে আকেলা এবং একে যাদব। সেই মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধার করলেন আরপিএফের দুই আধিকারিক। এই ঘটনা দেখে ছুটে আসে আশেপাশের যাত্রীরা। যাত্রীদের মধ্যেও কিছুক্ষণ উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে তৎপর হন রেল পুলিশকর্মীরা। গোটা ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।