একের পর এক মৃত্যু ছড়িয়ে পড়ছে রাজ্য। যেখানে টানা দুদিন ধরেই রঙের উৎসবে, আনন্দ-উদযাপনে মজেছে কলকাতাবাসী। সেখানে বারংবার শোনা যাচ্ছে মৃত্যু সংবাদ। এবার স্টুডিয়ো পাড়ায় ভেসে এল দুঃসংবাদ। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।
বাংলা ধারাবাহিকের অভিনেতা ছিলেন তিনি।আর্টিস্ট ফোরামের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এই দুঃসংবাদ জানানো হয়েছে। মৃতুর খবরটি দিয়েছেন আর্টিস্ট ফোরামের কোষাধক্ষ তথা অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়াতে অভিনেতার মৃত্যু সংবাদ জানানোর পর শোকের আবহাওয়া টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। প্রসঙ্গত, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
প্রাথমিক চিকিৎসার পরেই চিকিৎসকেরা জানান যে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। তবে শেষ রক্ষা হল না। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন অভিনেতা। দোল উৎসবের মাঝে এই মৃত্যু সংবাদে কার্যত মন খারাপ স্টুডিয়ো পাড়ার।