সম্প্রতি মুক্তি পাওয়া আলিয়া ভাট অভিনীত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ রমরমিয়ে ব্যাবসা করছে বক্সঅফিসে। এই সিনেমায় আলিয়ার দুর্দান্ত অভিনয় মন কেড়েছে দর্শকদের। বলিউডে জনপ্রিয় হয়েওঠার পর এবার হলিউডে জগতে পা রাখতে হয়েছেন আলিয়া। সম্প্রতি তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে এই খবরটি জানিয়েছেন।
জানা যায় ‘হার্ট অফ স্টোন’ নামক সিনেমাতে অভিনয়ের মাধ্যমে হলিউডে ডেবিউ করতে চলেছেন আলিয়া ভাট। ছবিটি মূলত একটি আন্তর্জাতিক স্পাই থ্রিলার ছবি। এই ছবিতে আলিয়ার সাথে অভিনয় করতে দেখাযাবে গ্যাল গাডোট ও জ্যামি ডরনানকে এবং এই ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিসের তরফ থেকে জানানো হয়েছে যে সেখানেই মুক্তি পাবে এই ছবি। এর আগে বলিউডে অভিনয় করেছে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকন ও অনিল কাপুরের মতন নাম করা অন্যান্য বলিউড তারকারা। এবার সেই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে চলেছে আলিয়া।
প্রসঙ্গত মাত্র ১৯ বছরে বয়সে ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছে আলিয়া ভাট। এর পর ক্রমশ তিনি তার অভিনয় জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছে যান এবং একইসাথে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। এবার তার তার হলিউডে নতুন যাত্রার কথা জানতে পেরে দুর্দান্ত আগ্রহ প্রকাশ করেছে তার অনুগামীরা।