প্রেক্ষাগৃহে মুক্তি পাবার আগে বিতর্কের মুখে আদিপুরুষ। আদিপুরুষ সিনেমায় বিতর্কিত দৃশ্য নিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করল হিন্দু সেনা। এই মামলা করেছেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা। তিনি তার আবেদনে বলেছেন ধর্মীয় চরিত্রগুলিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যা হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করেছে। হিন্দু সেনার তরফে থেকে আরও জানানো হয়েছে, যে তাঁরা আগে থেকেই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে এই অভিযোগ করেছিল, কিন্তু এর কোনো জবাব দেয়নি কেন্দ্রীয় তথ্য মন্ত্রী।
সম্প্রতি দেখা গেছে আদিপুরুষ টিজারে রামের চরিত্রে প্রভাসকে এবং রাবনের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান , বানরের চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত নাগেকে এবং সীতা চরিত্রে অভিনয় করেছেন কৃতি সেলন। টিজার দেখে বোঝাই যাচ্ছে সেই পুরোনো রামায়ণের গল্প নতুন আঙ্গিকে গড়ে পিঠে তৈরি করা হয়েছে নতুন সিনেমা আদিপুরুষ।
সিনেমার টিজারে দেখানো বেশ কয়েকটি চরিত্রেগুলিকে যেভাবে তুলে ধরা হয়েছে তাতে বিভিন্ন মহলে আপত্তি উঠেছে। সেখানে রাবণের গায়ে জ্যাকেট, তার নীল চোখ। হনুমানেরও গোঁফ ছাড়া দাড়ি নিয়েও বিতর্ক, তাছাড়াও হনুমানের মাথায় কোনো মুকুট ও নেই। শুধু তাই নয় ছবিতে ‘রামায়ণ’-এর প্রকৃত গল্পকে বিকৃত করার অভিযোগও তোলা হয়েছে। রামায়ণের কাহিনী অধারিত এই আদিপুরুষ সিনেমাটি বয়কট করার দাবিও করা হয়েছিল এবং এই দাবী করেছিল রাম মন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাসের তরফ থেকে। তবে এর আগেও পরিচালক রামানন্দ সাগরও রামায়ণ বানিয়েছিলেন, সেখানেও ভিএফএক্স ছিল, তবে তাতে রামায়ণের চরিত্রগুলিকে এভাবে বিকৃত করা হয়নি।