করোনা অতিমারির প্রভাবে পরিবর্তন নিয়ে আসা হয়েছিলো আইপিএল-এর নিয়মে। এবার আবার ফিরতে চলেছে পুরনো নিয়ম । আগামী বছর থেকেই এই পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আইপিএল-এ।
আইপিএল-এ নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দল নিজের ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগ পায় । কিন্তু করোনা প্রকোপের ফলে পরিবর্তন নিয়ে আসা হয়েছিলো এই নিয়মে । শেষবার আইপিএল তার আসল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে । এরপর ২০২০ সালে আইপিএল অনুষ্ঠিত হয় আরবে । ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হলেও কোভিড এর কারণে বাকি পরবর্তী খেলাগুলি হয় আরবে । ২০২২ এর সালে আইপিএল সম্পূর্ণ ভাবে ভারতে অনুষ্ঠিত হলেও শুধুমাত্র কয়েকটি রাজ্যের মাঠেই এই খেলাগুলো হয়েছিলো । তবে এবার আগামী বছর থেকে ফিরতে চলেছে পুরনো নিয়ম । এই বিষয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে ।
এছাড়াও এই চিঠিতে জানানো হয়েছে মহিলা আইপিএল-এর কথা । মহিলা আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই কথাও উল্লেখ করেছেন এবং ২০২৩ এর প্রথম দিকে এই প্রতিযোগিতা শুরু হতে পারে সেটাই আশা করছেন তিনি।