অবশেষে রাষ্ট্রপুঞ্জের পরমাণু নজরদারি সংস্থা, আইএইএ জাপানকে অনুমতি দেয় সুনামি-বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় জল সাগরে ফেলার।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদারের হাতে মঙ্গলবার আইএইএ এই রিপোর্ট তুলে দেয়।সেই রিপোর্টে বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিশ্রুত জল সাগরে ফেললে তা পরিবেশের উপর খুব বেশি প্রভাব ফেলবে না।আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি আরও বলেন, যেদিন জল ছাড়া হবে সেদিন ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে তিনি উপস্থিত থেকে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করবেন।তবে এখনও জানানো হয়নি কবে থেকে কাজটি শুরু হবে।
এই পরিশ্রুত জল সাগরে ফেলা নিয়ে বিরোধিতা করছেন জাপানের মৎস্যজীবী সম্প্রদায়ের অধিকাংশ।তাদের সাথে এই বিরোধিতায় সামিল হয়েছে চিন ও।চিনের রাষ্ট্রদূত উ জিয়াংগাও বলেন,‘‘আইএইএ রিপোর্ট কিছুতেই সাগরে জল ফেলার ছাড়পত্র হতে পারে না। রিপোর্ট হাতে পাওয়ার আগে থেকেই জাপান পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছে।’’