ফুটপাতে জোর জুলুম ঠেকাতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বছর চারেক আগে এই নির্দেশিকা/ পদক্ষেপ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ফুটপাতে জবরদখল দেখলেই সংশ্লিষ্ট বরো ইঞ্জিনিয়ারকে (সিভিল)পুলিশে অভিযোগ দায়ের করতে হবে। ঘটনাটি মেয়র, বরো চেয়ারপার্সন-সহ উচ্চ পর্যায়ে জানাতে হবে। ফের গুরুত্ব দিল কলকাতা পুর প্রশাসন।
জানা গিয়েছে, ফুটপাত থেকে জবরদখল তোলার ক্ষেত্রে তিনটি দফতর (ইঞ্জিনিয়ারিং, জঞ্জাল অপসারণ ও বিল্ডিং দফতরের) নিজেদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলবে। কোনও দফতরের তরফে খামতি থাকা চলবে না। সূত্রের খবর, কোনও বড় এলাকার ফুটপাত জোর করে দখল হয়েছে, অথচ সেই সম্পর্কে পুলিশে অভিযোগ দায়ের করেননি, এমনটা হলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। কারণ এর যাবতীয় ঝামেলা-ঝঞ্ঝাট পোহাতে হয় জঞ্জাল অপসারণ দফতরের কর্মীদেরই এবং এর আগেও কর্মীদের উপরে শারীরিক ভাবে চড়াওয়ের ঘটনাও ঘটেছে।
এছাড়াও জানা গিয়েছে, কাজ চলাকালীন সমস্ত প্রয়োজনীয় যন্ত্র এবং যন্ত্র চালানোর দক্ষ কর্মী দুই মজুত রাখতে হবে। এমনকি কোনো জায়গায় যদি ফুটপাত জোর করে দখল করতে দেখা যায়, তবে সেই তথ্য দিয়ে পুলিশে অভিযোগ দায়েরের পাশাপাশি উচ্ছেদ-অভিযানে উপস্থিত থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং দফতরের প্রতিনিধিকেই।