করোনো পরিসংখ্যান ফের উদ্বেগজনক। যেভাবে করোনা সংক্রমনের হার একেবারে তলানিতে ছিল, ঠিক সেখান থেকেই এক লাফে ফের গোটা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করছে করোনো। এই মারন ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, আর সেই সংক্রমনের উদ্বেগ গত কয়েক দিনে অনেকাংশে বেড়েছে। সংক্রমনের নিরিখে শীর্ষে থাকা ৩ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।
স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ এবং এই মুহূর্তে ভারতে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৬ জাজার ২৬৭ জন। এছাড়াও, দৈনিক সুস্থতার হারও বাড়াচ্ছে চিন্তা। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন , ৩ হাজার ৭৯১জন। অর্থাৎ সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৭০ শতাংশে। পাশাপাশি কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৪৭ জন। ফের নতুন করে বিধি-নিষেধ জারি করা হতে পারেও বলে জল্পনা।