জম্মু ও কাশ্মীরে ফের আক্রান্ত কাশ্মীরি পণ্ডিত, গত শনিবার সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করে জঙ্গিরা। নিজের বাড়ির সামনেই খুন হয়েছেন পণ্ডিত সম্প্রদায়ের এক সদস্য পূরণ কৃষ্ণ ভট্ট। জঙ্গিদের খুঁজতে তল্লাশি অভিযানে নেমেছে ভারতীয় সেনা বাহিনী। কাশ্মীর পুলিশ টুইটারে জানিয়েছে, ‘‘সোপিয়ানের চৌধুরি গুণ্ড এলাকায় বাগিচায় যাচ্ছিলেন পুরাণকৃষাণ। তখন ওই সংখ্যালঘুকে নিশানা করে গুলি করে পালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু চলছে।’’ এছাড়া অন্য দিকে বান্দিপোরা জেলায় প্রায় ১৮ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে ভারতীয় সেনা বাহিনী। এর ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা।
এর আগেও বহুবার জঙ্গি দের হতে খুন হয়ছে বহু কাশ্মীরি পণ্ডিত। গত ১৬ অগস্ট সোপিয়ানেই জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন একজন কাশ্মীরি পণ্ডিত ,জঙ্গিদের গুলিতে আহত হয়েছিল তাঁর পরিবারের আর একজন সদস্য। চিতপোরার আপেল বাগিচায় ঢুকে দুই কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তার আগে জুনেও এক কাশ্মীরি পণ্ডিত খুন হয়েছিলেন উপত্যকায়।
কিছুদিন আগে কাশ্মীরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পরে ফের কেন্দীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে কাশ্মীরি পণ্ডিতেরা।