রাজ্যে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেপ্টেম্বরের গোড়ায় ডেঙ্গু সংক্রমনের প্রকোপ এ বছরই সবথেকে বেশি। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে মশাবাহিত এই রোগের আক্রান্তের সংখ্যা মারাত্মক বাড়াবাড়ি হয়েছিল। ঠিক সেইরকম এবারও যে গতিতে এগোচ্ছে, তাতে তিন বছর আগের ছায়ায় দেখতে পাচ্ছেন চিকিৎসক থেকে স্বাস্থ্য আধিকারিকরা। এই বছর এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮৫৪জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৭৭জন।
তবে শুধু কলকাতায় নয়, মশাবাহিত এই রোগ ছড়াচ্ছে বিভিন্ন জেলাগুলিতে। রাড়বাড়ন্তের নেপথ্যে বিক্ষিপ্ত কয়েক ফোঁটা বৃষ্টিই একটি বড় কারণ বলে জানাচ্ছেন সংক্রমক রোগের চিকিৎসক অমিতাভ নন্দী। এসএসকেএম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান চিকিৎসক রাজা রায় বললেন, “বছর দুই পরপর আক্রান্তের সংখ্যা বাড়ার প্রবণতা ডেঙ্গির ক্ষেত্রে দেখা যায় । এটা এই রোগের একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলা যেতে পারে। ২০১৯-এর পরে এ বছর সেই চিত্র দেখা যাচ্ছে। সেপ্টেম্বরের শুরুতেই সংক্রমণের এই চেহারা। এখনও বাকি সময়টা দেখতে হবে।”
এই উদ্বেকজনক পরিস্থিতি মাথায় রেখে রাজ্যের ১২৬ পুরসভা ও পুরনিগমে সরকারি সাফাই কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি বাতিল বলে নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকায় আরও বলা হয়েছে সাফাই ও ডেঙ্গু রোধে যে অফিসার ও কর্মীরা দায়িত্বে থাকেন তাদেরও ছুটি বাতিল করা হয়েছে।