সোমবার অভিনেতা আদিত্য সিং রাজ পুতের মৃতদেহ মুম্বাইয়ে তার নিজস্ব ফ্ল্যাট থেকে উদ্ধার করেন পুলিশ। সূত্রে জানা গিয়েছে মৃত্যুর আগের দিন বন্ধুদের সাথে পার্টিতে করছিলেন ও রাতে গাড়িতে ঘুরতেও বেরিয়েছিলেন যার ভিডিও তিনি তার ইনস্টার স্টোরিতেও শেয়ার করেন। রবিবার আদিত্য শেয়ার করা ইনস্টাগ্রাম এর পোস্টকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আদিত্য বেশি খ্যাত ছিলেন স্পিটসভিলার জন্য ।ইতিমধ্যেই তিনি ৩০০ র বেশি বিজ্ঞাপনে কাজ করেছিলেন এবং স্পিৎসভিলা ৯ এর মত রিয়ালিটি শো ছাড়াও কোটরেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মত টিভি প্রোগ্রামের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
আদিত্যর মৃতদেহ তার বন্ধুরাই উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।সূত্রে খবর অতিরিক্ত মাদক সেবনের জন্যই তার মৃত্যু হয় ইতিমধ্যেই মুম্বাই পুলিশ এই ঘটনার তদন্ত করা শুরু করে দিয়েছেন ও আদিত্যর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বিজিপি, কৃষ্ণকান্ত উপাধ্যায় বলেছেন-“অতিরিক্ত মাদক সেবনেই যে আদিত্যর মৃত্যুর কারণ তা এখন বলা যাচ্ছে না”। অনেক সংবাদ মাধ্যম অনুযায়ী ড্রাগের ওভারডোস এর কারণে মৃত্যু হয় তার কিন্তু যতক্ষণ না পুলিশি সূত্রে কিছু জানা যাচ্ছে ততক্ষণ আদিত্য র মৃত্যুর সঠিক কি কারণ সেটা সঠিক ভাবে বোঝা যাচ্ছে না।
বলিউড অভিনেতা আদিত্য সিং রাজপুত এর এই আকস্মিক মৃত্যুর ফলে শোকের ছায়া পড়েছে নেটিজেন দের উপর ও বিশেষ করে স্পিটস ভিলা প্রেমীদের।