সদ্য মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’। কিন্তু মুক্তি পাওয়ার একদিনের মাথায় বিতরকের মুখের পড়তে হলো এই সিনেমাকে । অক্ষয় কুমারের ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ নিষেধাজ্ঞা জারি করল ওমান,কুয়েত এবং কাতার। কিন্তু প্রশ্ন হল কেন এই নিষেধাজ্ঞা!
সূত্রের খবর, ওমান ও কুয়েতে সরকার এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করলেও তার কারণ প্রকাশ্যে আনেনি, তবে আনুষ্ঠানিকভাবে এখনও এই নিয়ে কোনওরকম ঘোষণা করা হয়নি। ট্রেড অ্যানালিস্ট গিরীশ জোহরও টুইটারে এই খবর জানিয়েছেন।
আগেও বিতর্কে নাম জড়িয়েছিল অক্ষয়ের ছবির। করণি সেনার দাবি মেনে ‘পৃথ্বীরাজ’ থেকে এই ছবির নাম বদলে রাখা হল ‘সম্রাট পৃথ্বীরাজ’।
ছবির প্রেক্ষাপট মূলত, দিল্লির শেষ হিন্দু সম্রাটের লড়াই। চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর এই ছবি চাঁদ বরদাই-এর ‘পৃথ্বীরাজ রাসো’ অবলম্বনে তৈরি করা হয়েছে। ছবিতে খিলাড়ি কুমারের বিপরীতে রয়েছেন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখলেন, আবার এই অভিনেত্রীই ২০১৭ সালে দেশকে মিস ওয়ার্ল্ডের তাজ এনে দেওয়া দেন। পৃথ্বীরাজ-সংযুক্তার প্রেমকাহিনির উদাহরণ আজও টানা হয়, জনশ্রুতিতে বিখ্যাত হয়ে রয়েছে এই প্রেমিক যুগল। কনৌজের রাজা জয়চন্দ্রের কন্যা ছিলেন সংযুক্তা। সেই ভূমিকাতেই রয়েছেন অভিনেত্রী মানুষী।