আবারো জম্বু কাশ্মীর উপত্যকায় বড়সড় জঙ্গি হামলার ইঙ্গিত পাওয়া গেলো। হদিশ মিলল বিপুল আইইডি (IED) বিস্ফোরকের। তবে শনিবার অর্থাৎ ১৫ই এপ্রিল সকালেই নিরাপত্তা বাহিনীর তৎপরতায় জঙ্গি সংগঠনের এই ছক বানচাল করে দেওয়া হয়। এদিনের ঘটনার পর পুলিশের তরফ থেকে জানানো হয়, রাজৌরি গুরদান এলাকা থেকে প্রচুর আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, এবং একই সাথে জঙ্গি সংগঠনের অন্তর্ঘাত এর পরিকল্পনাও বানচাল করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, বিশ্বাসযোগ্য সূত্র মারফত পুলিশ জানতে পারে রাজৌরি গুরদান এলাকায় কিছু অস্বাভাবিক গতিবিধির কথা। এরপর ই শনিবার ভোররাতে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ওই এলাকায় তল্লাশি চালায়। এই অভিযানেই রাস্তার ধারে থেকে তারা একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করে এবং পরে জানা যায় ওর মধ্যে আইইডি বিস্ফোরক আছে।
অন্যদিকে, এই ঘটনার আগের দিনই কাশ্মীরের বর্মুল্লায় জঙ্গির হাতে খুন হন গ্রামের সরপঞ্চ। এই ঘটনার সাথে বিস্ফোরক উদ্ধারের কোনো যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
এদিনের ঘটনার পর, পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট সীমা নবি কাশবা জানান,আইইডি বিস্ফোরকগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নির্দেশিকা মেনেই সুরক্ষিত জায়গায় গিয়ে বিস্ফোরণ করা হয়েছে। তবে এদিনের ঘটনায় বেশ উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে , এবং কাশ্মীরের অন্যন্য জায়গায়ও এই ধরনের কোনো পরিকল্পনা বাসা বাঁধছে কিনা তা ও খতিয়ে দেখছে পুলিশ।