আবারও বিবাদের ঝড় কর্নাটকে। হিজাবের পর এবার বাইবেল নিয়ে শুরু বিতর্ক। রাজধানী ব্যাঙ্গালোরে সম্প্রতি একটি স্কুল, ক্লাসে বাইবেল আনতেই হবে বলে নির্দেশ দিয়েছে। স্কুলটির নাম ক্ল্যারেন্স স্কুল। জানা যায়, পড়ুয়া যে ধর্মেরই হোক না কেনো সবাইকে বাইবেল পড়তেই হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সেই কারণে ইতিমধ্যেই তারা অভিভাবকদের থেকে একটি করে মুচলেখাও আদায় করেছে। এই ঘটনাতেই আন্দোলনে নেমেছেন অভিভাবকরা । অভিভাবকদের একাংশের দাবি, স্কুলটি পড়ুয়াদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করার পাশাপাশি তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। এই ঘটনার প্রতিবাদে, একটি ধর্মীয় রাজনৈতিক দলের সাহায্যে, রাজ্যের শিক্ষাদপ্তরে অভিযোগ জানানোর পাশাপাশি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিনের ঘটনায় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কুল খ্রিস্টান মূল্যবোধে বিশ্বাসী। তাই তারা পড়ুয়াদেরও সেই মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে চান। সেই কারণেই বাইবেল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও উক্ত রাজনৈতিক সংগঠন, বিষয়টিকে পড়ুয়াদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করার একটি ষড়যন্ত্র বলে মনে করছেন। একইসাথে অভিভাবকরাও মনে করছেন, স্কুল তাদের ধর্মীয় মূল্যবোধ পড়ুয়াদের উপর চাপিয়ে দিতে পারে না। তাই তারা সম্মিলিত ভাবে আদালতের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও হিজাব আন্দোলনের সময় কর্নাটকে শুরু হয়েছিল প্রবল অস্থিরতা। সেক্ষেত্রে বাইবেল বাধ্যতামূলক – এই বিতর্ক আদালতে ওঠার পর কি মীমাংসা হয় সেদিকে নজর থাকবে শিক্ষামহলের।