আবারো ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ খারকিভ এবং আরো অন্যান্য শহরে জোরদার বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। শহরের হাসপাতাল এবং বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র গুলিকেই উদ্দেশ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রায় প্রত্যহই নিহতের খবর মিলছে। গত বুধবার দক্ষিন পূর্ব ইউক্রেনের জাপরিজিয়ার একটি হাসপাতালে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া এবং সেই হামলায় দুই দিন বয়সী এক শিশু নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। দেশের এরূপ ভয়াবহতা দেখে কিয়েভের মেয়র জানিয়েছেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউক্রেনের সবচেয়ে ভয়ানক শীতকাল”।
সূত্র মারফত জানা গেছে, এদিনের হামলায় ওই হাসপাতালের প্রসূতি বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রসূতি বিভাগের ধ্বংসস্তূপ থেকে দুই দিন বয়সী ওই শিশু সহ তার মা এবং ওই বিভাগের এক চিকিত্সকের দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলায় হাসপাতাল পার্শ্ববর্তী বাড়িগুলি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের উপর রাশিয়ার এই ক্রমাগত আক্রমণ খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রকের এর ঊর্ধ্বতন কর্মকর্তা। পাশাপাশি শীতের মরশুমে ইউক্রেন বাসীকে জোর করে বিপদে ফেলার জন্যই বিদ্যুৎ কেন্দ্র গুলিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে কোনো পরিস্থিতিতেই রাশিয়ার কাছে আত্মসমর্পণে রাজি নয় ইউক্রেন। তাই রাশিয়াকে আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নকে স্বাগত জানিয়েছেন জেলেনেস্কি।