মুম্বাইয়ের সরকারি হোস্টেলে বছর ১৯ এর এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু। পুলিশের অনুমান নির্যাতন করা হয়েছে ওই তরুণীকে । সন্দেহ ভাজনে ওই হোস্টেলের বছর ৩০ এক নিরাপত্তারক্ষীর নাম উঠে এসছে। পরে তাকেও মৃত অবস্থায় পাওয়া যায়, যার জেরে রহস্য আরও ঘনীভূত হয়।
জানা গিয়েছে, বছর ৩০ ওই যুবকের নাম ওমপ্রকাশ কানাউজিয়া। তিনি সাবিত্রী ফুলে উওমেনস হস্টেলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা রক্ষীর কাজ করতেন । সেখানেই পাঁচতলায় ওই তরুণী থাকতেন। পুলিশ ঘরের ভিতর থেকে ওই বছর ১৯ তরুণীর গলায় ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। পুলিশের অনুমান খুন করে ঝুলিয়ে দেওয়া হয় তরুণীকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যায়নি ওমপ্রকাশের । পরে পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাতে শুরু করলে রেললাইনে তাঁর দেহ উদ্ধার হয়।