দেশে ক্ষুদ্র, মাঝারি , বৃহৎ এই সব মাপেরই শিল্প বর্তমান। এই সব মাপের শিল্পগুলিই দেশের সমৃদ্ধির ক্ষেতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই শিল্পগুলি কম-বেশি নিজ নিজ জায়গা বিখ্যাত তবে এই ব্যাবসা গুলি সবার সামনে তুলে ধরার জন্যে এবং যেসব মানুষের হাত ধরে এই ব্যাবসা উঠে এসেছে সেই সব মানুষদের সম্মান জানানোই, স্যাপ ইন্ডিয়া এবং জি বিজনেসের এক অভিনব উদ্যোগ ডেয়ার টু ড্রিম ২০২২। জি বিজনেসের সঙ্গে স্যাপ ইন্ডিয়ায় যৌথ উদ্যোগে এই পুরস্কার দেওয়া হবে। এই ডেয়ার টু ড্রিম নামক কর্মসূচির প্রধান লক্ষ্য হল, ভারতের উন্নয়নের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলা ও সমস্ত বাণিজ্যিক কৃতিদের স্বীকৃতি ও সম্মান জানানো।
স্যাপের ভারতীয় উপমহাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর কুলমিত বাওয়া বলেছেন যে, ভারতে স্যাপের সফর সবসময়ই দেশের উন্নতির কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল, যা ৩০০ মিলিয়নেরও বেশি ভারতীয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। আমরা সর্বদা ভারতের মিড-মার্কেটের সম্মিলিত শক্তিতে বিশ্বাস রাখি এবং তাদের বিকাশকে উৎসাহিত করে তুলি। তাছাড়াও জি বিজনেসের ম্যানেজিং এডিটর অনিল সিংভি বলেছেন,ভারতকে দেশের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এমএসএমই-র সাফল্য অনস্বীকার্য। আমরা আশা করব যে এই সমস্ত না শোনা কণ্ঠ প্রতি আরও স্বীকৃতি এবং উপলব্ধি থাকবে। এই নিয়ে চতুর্থবার ডেয়ার টু ড্রিম অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরাদের ফেলে আসা বছরে বাজারে যে সব সমস্যা দেখা দিয়েছে তা দূর করতে পারবেন।