ক্রমশ শক্তি বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। একের পর এক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এযাবৎ ১০ জন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দিনের পর দিন আতঙ্ক বাড়াচ্ছে এই ভাইরাস। তাই ফের আরও একটি কিশোরীর প্রাণ কেড়ে নিল এই ভাইরাস।
কিশোরীর নাম উর্জস্বতি রায়চৌধুরী। বয়স মাত্র ১৩ বছর, কিশোরীর বাড়ি খড়গপুরের পুরসভার ৮ নং ওয়ার্ডের খড়িদা বাঙালি পাড়ায়। গত ১৫ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল কলকাতার পিয়ারেলস হাসপাতালে। স্পাইনাল মাসকুলার নামক এক রোগে আক্রান্ত ছিল ওই কিশোরী। পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথমবার এই ভাইরাসের মৃত্যুর ঘটনা ঘটলো। ইতিমধ্যেই শোকের ছায়া পড়েছে গোটা এলাকায়, সঙ্গে ভাইরাসের প্রকোপে আক্রান্ত আশেপাশের মানুষজন।
২০১৯ সালের ৪ ডিসেম্বর সংগীতে বিশেষ কৃতিত্বের জন্য বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন উর্জস্বতি রায়চৌধুরী। তার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু। বিভিন্ন সময়ে রাজ স্তরে ও জাতীয় স্তরে একাধিক পুরস্কার পেয়েছে এই কিশোরী। এই প্রতিভাবানকে শেষ করে দিল অ্যাডিনো ভাইরাস। ভেঙে পড়েছে কিশোরের পরিবার।