রবিবার নয়ডা ফিল্ম সিটির কাছে এক ফ্যাশন শো চলাকালীন লোহার স্তম্ভ পরে গিয়ে মৃত্যু ২৪ বছর বয়সী এক মডেলের ।
জানা গেছে নয়ডা ফিল্ম সিটি এলাকার এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন ববি রাজ এবং বংশিকা চোপড়া। র্যাম্পে হাঁটার সময় লোহার স্তম্ভে লাগানো আলো সমেত স্তম্ভটি তাদের ওপর পড়ে, এতে দুই মডেল আহত হন। ঘটনার বিস্তারিত জানার পর পুলিশ ঘটনাস্থলে আসে। উভয়কে পরবর্তীতে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানান, বংশিকা মারা গেছেন এবং তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, ববি রাজ গুরুতর জখম হওয়ার দরুণ বর্তমানে তিনি নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাশন শো-এ লোহার স্তম্ভটিও কীভাবে ভেঙে পড়ল, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।