আবারও আতঙ্ক বউবাজার এ, ফের ২০১৯ এর ফাটল আতঙ্ক ফিরে এল। মেট্রোর কাজের জন্যে শুক্রবার ভোররাতে বউবাজারের দুর্গা পিতুরি লেনের পাশেই মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের ১০ টি বাড়িতে ফাটল দেখা যায়।
শুক্রবার ভোরে ফের ৩ বছর আগের চেনা আতঙ্কের পুনরাবৃত্তি, জিনিসপত্র নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে অসহায় বাসিন্দারা। এ সমস্যা নতুন নয় প্রথম ২০১৯ এ ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ শুরু হওয়ার পর থেকেই বউবাজারে বিপত্তি শুরু হয়। সকালে মেট্রো রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে কাউন্সিলরের রোষের মুখে পড়েন। এই বিষয়টি নিয়ে নির্মাণকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (কেএমআরসিএল) পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিয়ালদার অভিমুখে মেট্রো লাইনে ক্রস প্যাসেজে কাজ চলছিল। রাত তিনটে নাগাদ জল বের হতে দেখা যায়। এই নিয়ে তিনবার মেট্রোর কাজের জন্য একাধিক বাড়িতে ফাটল ধরে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হল বউবাজারকে। KMRCL এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকানের মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ স্কোয়ার ফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ।
আপাতত ঘটনাস্থলে যানচলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার বেলা বারোটায় মেয়র কেএমআরসিএল এর সঙ্গে বৈঠকে বসবে ফিরহাদ হাকিম।