মেসি ফ্যান – রা যেটার অপেক্ষায় এতদিন ছিলো , তবে কি এবার সেটাই হতে চলেছে ? ২০২১ সালে কিছু সমস্যার কারণে আর্জেন্টাইন মহাতারকা চোখের জলে বিদায় জানিয়েছিলেন ছোটবেলা থেকে বেড়ে ওঠা ক্লাব বার্সেলোনাকে । তারপরেই তিনি যোগদান করেন ফরাসি ক্লাব প্যারিস্ সাইন্ট জার্মান এ । এরপর দুই মরসুম সেখানেই কাটান মেসি। সম্প্রতি প্যারিসের ক্লাব টির সঙ্গে চুক্তি শেষ হয়েছে মেসির ।
এখন সবথেকে বড়ো প্রশ্ন মেসির পরের গন্তব্য কোথায় হবে ? তিনি কি রোনাল্ডোর মতন সৌদি ক্লাব এ যোগ দেবেন ? সৌদির ক্লাব আল হিলাল মেসিকে বিপুল অংকের টাকার বিনিময়ে নিজেদের ক্লাবে যোগদান করাতে চান । তবে মেসি হয় তো অন্যকিছুই ভেবে রেখেছেন মনে মনে । তার মন তাকে টেনে নিয়ে যাচ্ছে স্প্যানিশ ক্লাবের দিকে । বিপুল অংকের টাকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি ফিরতে চান তার পুরোনো ক্লাব বার্সেলোনায়। অর্থ নয় , পুরোনো ক্লাবের প্রতি ভালো বাসাই লিওকে টানছে।
এদিকে ক্লাব বার্সেলোনাও প্রস্তুত তাদের লিওকে ঘরে ফেরোনার জন্য । খোদ এই খবর জানিয়েছেন মেসির বাবা জর্জ মেসি ।
গুঞ্জন উঠেছিল যে প্যারিসের সঙ্গে চুক্তি শেষ করেই নাকি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী সৌদি ক্লাব আল হিলাল এর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন লিও । সৌদি ক্লাব আল হিলাল লিওর সামনে রেখেছে বিপুল অংকের টাকা ।
তবে লিও যে ফিরতে চান তার পুরোনো ক্লাব বার্সায় ।
২০২১ সালে আর্থিক সংকট জনিত কারণেই মেসি কে বার্সেলোনা ছাড়তে হয়েছিল ।
কিন্তু অবার ও মেসি বার্সায় ফিরতে চান । মেসি বার্সেলোনায় গেলে যে পরিমান টাকা পাবে তার তিন গুন টাকা দিতে রাজি আছে সৌদি ক্লাব আল হিলাল। তবুও মেসি বার্সেলোনা ক্লাবেই ফিরতে চান । সম্প্রতি বার্সেলোনার ক্লাব হুয়ান লাপোর্তের সঙ্গে আলোচনায় বসেন মেসির বাবা জর্জ মেসি আর তার পরেই জর্জ মেসি এমনটা জানায় ।