খবরটা বেরোতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে! কে হতে চলেছে ব্রহ্মাস্ত্রর দ্বিতীয় ভাগের মুখ্যাভিনেতা? বলিটাউনের অন্দরমহলের খবর, এই চরিত্রের জন্যে একপ্রস্থ রাজি হয়ে গিয়েছেন গ্রিক গড হৃত্বিক রোশন! আজ্ঞে, হ্যাঁ, সব ঠিক থাকলে ২০২৩ এর শেষ থেকে দেবের আদলে নিজেকে গড়তে শুরু করবেন হৃত্বিক।
সম্প্রতি, নিজের আসন্ন থ্রিলার সিনেমার প্রমোশন এসে, সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউড অভিনেতা বলেন,’ওই চরিত্রটার প্রস্তাব আমার কাছে এই বছরের শুরুর দিকেই এসেছিল। আমি তখনও হ্যাঁ বলিনি, তবে এখনও নাও বলিনি। দিনের শেষে আমরা সিনেমা বানাই দর্শকদের জন্যে। সেখানে দর্শকরা যদি আমাকে ওই চরিত্রে দেখতে চান, তাহলে তো করা যেতেই পারে।’
ব্যাস! এই থেকেই শুরু। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে, যে চরিত্রটাকে সারা সিনেমাতে লুকিয়ে রাখা হলো, সেটি আসলে হৃত্বিক রোশন। যদিও এক সময় শোনা গিয়েছিল, এই চরিত্রটা নাকি রণবীর সিং কে অফার করা হয়েছে। এখন শেষমেশ দীপিকার বিপরীতে কে থাকেন, সেটাই দেখার।