মঙ্গলবার থেকেই সব শুনানি সরসরি সম্প্রচার হবে। প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পরবর্তীকালে সমস্ত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হবে।
তিন বছর আগে আদালতের শুনানিতে সরাসরি সম্প্রচারের প্রস্তাব উঠেলেও, করে যদিও সেই সময় সিদ্ধান্ত গৃহীত হয়নি। সম্প্রতি বিচারপতিদের বৈঠকে এই বিষয়ে ফের আলোচনা করা হলে। সেখানেই ‘লাইভস্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচারের পক্ষে মত দেন বিচারপতিরা। যা দেখতে পাওয়া যাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে।
তবে সুপ্রিম কোর্টের কাজকর্মের সরাসরি সম্প্রচারের দাবি কিন্তু নতুন কিছু নয়। নিজের কাজের শেষ দিনে প্রধান বিচারপতি এনভি রমণার এজলাস থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এই প্রেক্ষিতেই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ আবেদন জানিয়ে বলেছেন, পরিকাঠামো যে তৈরি তা প্রধান বিচারপতি রমণার শেষ কাজের দিনই বোঝা গিয়েছিল। এ বার দেরী না করে শুনানির সম্প্রচারও শুরু করে দেওয়া উচিত। প্রসঙ্গত, অতিমারির সময়ও ভার্চুয়াল মাধ্যমেই অর্থাৎ সমস্ত কাজই অনলাইনে চলেছিল।