ফের টুইটারে বড় বদল আনলেন টুইট কর্তা ইলন মাক্স। তিনি জানান এবার থেকে সারাদিন গোনাগুন্তিক টুইট করা যাবে। এছাড়াও টুইটার ব্যবহারকারীরা আর অসংখ্য টুইট করতে পারবেনা তার নির্দিষ্ট সংখ্যায় বেঁধে ফেলা হবে। শনিবার দিন টুইট করে এমন কথায় জানিয়েছেন টুইটার কর্তা ইলন মাক্স।
আমেরিকার এই ধনকুবের শিল্পপতি জানিয়েছেন, টুইটারের তথ্য যাতে অপব্যবহার করা না হয়, তার জন্যই এই পদক্ষেপ করতে চলেছে তাঁর সংস্থা।
টুইটারের এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত ব্যবহারকারীদের‘ব্লু টিক’ রয়েছে, বা যেসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে, শুধু তারাই দিনে ৬,০০০টি পোস্ট পড়তে পারবেন। ‘আন ভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ৬০০টি পোস্ট পড়তে পারবেন। নতুন যারা টুইটারে অ্যাকাউন্ট খুলবে, তারা দিনে ৩০০ টি পোস্ট পরতে পারবেন।
পরে তিনি টুইট কর্তা ইলন মাস্ক জানান, শীঘ্রই এই সংখ্যাটা যথাক্রমে ৮০০০, ৮০০ এবং ৪০০ করা হবে। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে টুইটার কর্তা জানান, শতাধিক সংস্থা ‘ভীষণ আগ্রাসী ভাবে’ টুইটারের তথ্য চুরি করছে। এর ফলে মাইক্রো ব্লগিং সাইটটির গ্রাহক পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।