পাকিস্তানের মতো একটি উন্নয়নশীল দেশ অনেক আগে থেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আনুমানিক সাড়ে ১২০০ কোটি ডলারের আর্থিক ক্ষতি ইতিমধ্যে বহন করছে এই দেশ । তবে এইবার পাকিস্তানে ভয়াবহ বন্যায় আর্থিক ক্ষতির অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ কোটি ডলার। ধারণা করা হচ্ছে এইবার এই বন্যার প্রভাব সরাসরি ভাবে দেশের সার্বিক বৃদ্ধি ও বিকাশকে অনেকটা রুদ্ধ করবে।
পাকিস্তানের কেন্দ্রীয় গণনার তথ্যের মাধ্যমে জানা গিয়েছে আনুমানিক ভাবে প্রায় ৮০ লক্ষ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। পাকিস্তানের সরকারের পক্ষ থেকে আরো একটি তথ্য উঠেছে যে, এই ভয়াবহ বন্যা পরিস্থতি ইতিমধ্যে পাকিস্তানের ১১৮ টি জেলার প্রায় ৩৭% মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে এর জন্য দেশের সামগ্রিক জিডিপিতে ক্রমাগত পতন দেখা যাচ্ছে ফলে দেশে মাথা পিছু আয়ের অঙ্কও কমে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। শতাংশের নিরিখে দেশের দরিদ্র ও বেকারত্ব প্রায় ৩৬% পর্যন্ত পৌঁছে যেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানে এসেছেন। বন্যায় বিধ্বস্ত অঞ্চলগুলির মানুষদের সাথে কথা বলছেন এবং তাদের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দাওয়ার দিকটিও নজরে রাখছেন তিনি।