দিল্লীর মৌসম ভবন সুত্রে জানা গেছে যে আবার ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে যা আগের থেকেও আর ও বেশি ক্ষতিগ্রস্থ করতে পারে ,এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে। যা বর্ষার পর দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে পারে। জানা গেছে যে আরব আমিরশাহি এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন মন্দৌস (Mandous)।
আরও জানা গেছে যে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ সৃষ্টি হবে। তারপর সেটা পশ্চিম থেকে উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হবে।যেটি তামিনাড়ুর পুদুচেরি হয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে দক্ষিণ-পশ্চিমে পৌঁছাবে। বিজ্ঞানী ‘আরকে জেনামানি’ জানিয়েছেন যে, লান্ডফলের কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। এই ঘূর্ণিঝড় মঙ্গলবার থেকে চলবে এবং আসতে আসতে ঘূর্ণিঝড় স্পষ্ট হবে। সম্ভাব্য ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, কতো প্রভাব কোথায় থাকবে, তা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হবে বলে মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ঝড় পশ্চিমবঙ্গে আসতেও পারে। তবে তামিলনাড়ুর পুদুচেরি এবং অন্ধ্র্রদেশের উপকূল অঞ্চলেই বেশি প্রভাব পড়বে। সেরকমই বলেছেন মৌসম ভবন, আর ও বলা হয়েছে যে ঘূর্ণিঝড়ের গতিবেগ ৪০-৫০ কিমি: থাকবে, আবার সেটা ৫৫ কিমি: ও ছাড়িয়ে যেতে পারে।